বরিশালে বিভিন্ন বিদ্যালয়ে আকষ্মিক পরিদর্শন করেছেন বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.ইউনুস আলী সিদ্দিকী।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি ছাত্র ছাত্রীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত নিশ্চিত করন ও লেখাপড়ার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.ইউনুস আলী সিদ্দিকী বলেন,গত বছরে এসএসসি পরীক্ষায় পাসের হারে বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা শীর্ষে ছিলো। আমি চাই প্রতিবছরই বরিশাল শিক্ষা বোর্ড সব চেয়ে এগিয়ে থাকবে। বিদ্যালয় আকষ্মিক পরিদর্শন করে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে কিছু দিকনির্দেশনা দিয়েছি। আমার এই আকষ্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।