শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

তারাগঞ্জে ৮০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে ৮০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত থেকে মাদক সেবন ও বিক্রি করে আসছিল।

জানা যায়, রংপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) রবিউল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে রবিবার (২১ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের বামনদিঘি বাস স্ট্যান্ড এলাকার জাহিদের হোটেল থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের মোঃ এন্তাজ আলীর ছেলে মোঃ সাহেব আলী (২৩) ও গঙ্গাচড়া উপজেলার পাকুরা শরীফ (আদর্শ পাড়া) এলাকার মোঃ আজিবর রহমানের ছেলে মোঃ রাজু মিয়া (২২) কে গ্রেপ্তার করে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় থানায় মামলা দায়ের করে আজ সোমবার আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

জলঢাকায় নার্সদের মানববন্ধন