লিমন সরকার, (ঠাকুরগাঁও)জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিম মল্লিকপুর চন্দ্রাহার শ^শান ঘাট উদ্ধারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে পশ্চিম মল্লিকপুর চন্দ্রাহার শ^শান ঘাটে বড়বাড়ি মল্লিকপুর সনাতন ধর্মাবলম্বী এলাকাবাসী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এতে বক্তব্য দেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি সদস্য সুকুমার রায়, শিক্ষক তরণী কান্ত, শান্ত রাম, যদু রাম, শান্তনা রাণী, বেলাসরি বালা, জামান উদ্দীন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, পশ্চিম মল্লিকপুর চন্দ্রাহার শ^শান ঘাটটিতে ওই এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষেরা বৃটিশ আমল থেকে তাদের মৃতদেহ সদকার ও দাফন কাজ করে আসছেন। ভূমি জরিপে মল্লিকপুর মৌজার ৪২৮নং দাগটি এসএ ও সিএস রেকর্ডও চন্দ্রাহার শ^শান ঘাটের নামে রয়েছে। সম্প্রতি জনৈক আফতাব উদ্দীন ও সোহরাব আলী জাল কাগজপত্র বানিয়ে শ^শান ঘাটটি দখল করে নেয়। এতে ওই এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষেরা তাদের পরিবারের মৃতদেহের সদকার ও দাফন করতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনতি বিলম্বে পশ্চিম মল্লিকপুর চন্দ্রাহার শ^শান ঘাটটি দখলমুক্ত করে পুনরুদ্ধারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।