মঙ্গলবার, জুলাই ২৩, ২০২৪

যশোর-৫ আসনের নব-নির্বাচিত সাংসদ কর্তৃক অভিশপ্ত ভবদহ পরিদর্শন

যা যা মিস করেছেন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার অভয়নগর-মনিরামপুর-কেশবপুর উপজেলার দীর্ঘদিনের স্থায়ী জলাবদ্ধতার জন্য দায়ী ভবদহ স্লুইসগেট পরিদর্শন করেন যশোর-৫ সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী।
আজ শনিবার (২০ জানুয়ারি) সকালে অভিশপ্ত ভবদহের সমস্যা সমাধানের লক্ষে সরেজমিন পরিদর্শন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, পানি নিষ্কাশন কমিটির আহ্বায়ক রনজিৎ বাওয়ালী, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহিতুজ্জামানসহ ভূক্তভোগী এলাকার অসংখ্য সাধারণ জনগণ।
পরিদর্শন শেষে এসএম ইয়াকুব আলী বলেন, আসন্ন বোরো মৌসুমে কৃষকরা যাতে সুষ্ঠভাবে ধানের আবাদ করতে পারেন সেজন্য ভবদহ স্লুইসগেটের সামনে চলমান সেচ মেশিনগুলো চালু রাখার জন্য ব্যবস্থা রাখার উদ্যোগ নেওয়াসহ ভবদহের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে যারা দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করছেন এবং ভুক্তভোগী জনসাধারণের সাথে আলোচনা করে স্থায়ী জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security