বুধবার, মে ৮, ২০২৪

সুনামগঞ্জ-১ আসনে রনজিত এর কাছে পাত্তাই পেল না স্বতন্ত্র প্রার্থীরা

যা যা মিস করেছেন

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার এর কাছে পাত্তাই পেল না স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন (কেটলি) ও সেলিম আহমেদ (ঈগল)। সুনামগঞ্জ-১ আসনের ১৬৮ টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোট গ্রহণ শেষে রনজিত চন্দ্র সরকার (নৌকা প্রতীক) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন ইসি।

আসনটিতে রনজিত চন্দ্র সরকার মোট ভোট পেয়েছেন ১ লাখ ৯শত ৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন (কেটলী প্রতীক) পেয়েছেন ৪৬ হাজার ৩৫২ ভোট।

উল্লেখ্য, সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর) আসনে ভোটার সংখ্যা ৪ লক্ষ ৬২ হাজার ৬৯৫ জন। এরমধ্যে পুরুষ ২ লক্ষ ৩৪ হাজার ৯৮৯ জন এবং নারী ২ লক্ষ ২৭ হাজার ২০১ জন। নির্বাচনী এলাকার ৪ টি উপজেলার ২৩ ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ১৬৮টি। ভোট কক্ষ রয়েছে ১ হাজার ১১টি। এরমধ্যে স্থায়ী ৯৫৫ এবং অস্থায়ী ৫৬টি। হিজরা ভোটার রয়েছে ৫ জন। ভোট কক্ষের সংখ্যা ১ হাজার ১১ টি। স্থায়ী ৯৫৫টি এবং অস্থায়ী ৫৬টি।

এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ৮ জন প্রার্থী। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রনজিত সরকার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন (কেটলি), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মো. সেলিম আহমদ (ঈগল), বাংলাদেশ কংগ্রেসের নবাব সালেহ আহমদ (ডাব), তৃণমূল বিএনপির মো. আশরাফ আলী (সোনালী আঁশ), গণফ্রন্ট’র মো. জাহানুর রশিদ (মাছ), বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. হারিছ মিয়া (একতারা)।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security