শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

পবিপ্রবি’তে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত বার্ষিক কর্মপরিকল্পনার আওতায় স্টেকহোল্ডারদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ জানুয়ারি ( বৃহস্পতিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আইকিউএসি এর সম্মেলন কক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মাহবুব রব্বানী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী । সভায় বক্তারা অভিযোগ করার পদ্ধতি ও অভিযোগের প্রতিকার ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ