মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পু্রহাটের পাঁচবিবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে অনুপ্রানিত হয়ে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদ ও শিক্ষক জাহাঙ্গীর আলম মাস্টারের নেতৃতে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন।
৪ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচবিবি গোহাটা মুক্তমঞ্চে জয়পুরহাট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত ও ১৪ সমর্থিত প্রার্থী আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদুর নির্বাচনী পথসভায় তার হাত ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগে যোগদান করেন তিনি। এ সময় আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে বরণ করে নেন এবং স্বাগত জানান।
জাহাঙ্গীর আলম মাস্টার ১৯৯৫ সাল থেকে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আটাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।