ঝালকাঠি জেলার নলছিটি মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লুৎফর কবির প্রিন্স।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার এম ডি আবুল বাসার তালুকদার।
কমিটিতে ম্যানেজিং কমিটির সাধারণ অভিভাবক সদস্য, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, সাধারণ শিক্ষক সদস্য, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য সহ ১০ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।