সোহাগ ইসলাম নীলফামারী:

১ জানুয়ারি ২০২৪ বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও শীতবস্ত্র বিতরণ করে প্রশংসায় ভাসছেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোজাফফর হোসেন। বছরের শুরুতে নতুন বইয়ের পাশাপাশি শীতবস্ত্র পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। গতকাল ১ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার বেলা ১২ টায় রণচণ্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদরাসার সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফার সভাপতিত্বে নতুন বই ও শীতবস্ত্র বিতরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী (পাইলট) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা,উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.টি.এম নুরুল আমিন শাহ্,মোঃ মোখলেছুর রহমান (বিমান), চেয়ারম্যান, ৭নং রণচণ্ডী ইউনিয়ন পরিষদ।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ্, আহবায়ক, বই বিতরণ কমিটি, রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসা।

রণচন্ডী বসুনিয়াপাড়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মোজাফফর হোসেন বলেন আমার মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থী হতদরিদ্র পরিবারের তাই গত বছর আমি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করি এবারে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ১৫০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।

Share.
Leave A Reply

Exit mobile version