আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের ইজারাকৃত গাইনা ও কুুমারিয়া বিল অবৈধভাবে দখলের অভিযোগ পাওয়া গেছে। মির্জাপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোখলেস মিয়া বাদী হয়ে মোঃ আমিনুল ইসলাম সহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০ জন জড়িত বলে সহকারী কমিশনা ( ভুমি) বরাবর অভিযোগ করেন।  অভিযোগের কপি নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য বিভাগে অনুলিপি প্রদান করে।

অভিযোগে জানা যায় সোনালি মৎস্যজীবি সমবায় সমিতির নামে ১৪৩১ বাংলা সনে ৩ বছরের জন্য গাইনা ও কুমারিয়া বিল ইজারা নিয়ে মাছ আহরন করে আসছে। বিবাধীরা জোর করে উক্ত জলমহাল দখলে নিয়ে মাছ আহরন করতে আসলে সমিতির লোকজনের বাধার মুখে চলে যায়।

 ২৩ সেপ্টেম্বর অভিযোগ  করার সময় অফিসের বাহিরে বাদীপক্ষকে মারপিট ও বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদ হাছান সত্যতা স্বীকার করেন। তিনি বলেন অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ  করা হবে এবং  শান্তিপুর্ন অবস্থা বজায় রাখা  এবং জরুরি ব্যবস্থা নিতে আটপাড়া থানার অফিসার ইনসার্জ ও আর্মি অফিসার কে জানানো হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version