শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

ভোলা-বরিশাল ব্রিজ হলে আমার স্বপ্ন পূরণ হবে: তোফায়েল

এবি হান্নান ঃ জেলা প্রতিনিধি ভোলা।

আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ভোলা সদর আসনে নৌকার প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলা-বরিশাল ব্রিজ হলে আমার স্বপ্ন পূরণ হবে। আমার জীবন সার্থক হবে। সেই লক্ষ্যে কাজ করে যাব। ভোলার গ্যাস ব্যবহারের মাধ্যমে শিল্প নগরী হবে দ্বীপজেলা। যেটি দেশের মধ্যে অন্যতম অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নৌকার পথসভায় তিনি এসব কথা বলেন।

৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহব্বান জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, নৌকা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা। নৌকায় ভোট দিলে আমি কৃতজ্ঞ থাকবো।

স্থানীয় নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠের এই পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম-সম্পাদক মো. ইউনুস, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

জলঢাকায় নার্সদের মানববন্ধন