শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

পীরগঞ্জে গ্রাম পুলিশের মাঝে কম্বল কম্বল

(ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ১০ টি ইউনিয়নের এক’শ গ্রাম পুলিশকে কম্বল দেয়া হয়েছে। রবিবার দুপুরে থানা চত্বরে থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম তাদের কম্বল প্রদান করেন। পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের দেয়া এ সব কম্বল বিতরণকালে থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম খান, আল আমিন, হামিদুল ইসলাম ও শাহ আলম, সহকারী উপ-পরিদর্শক বেলাল হোসেন সরকার, রফিকুল ইসলাম, বিকাশ রায় সহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। গ্রাম পুলিশের মাঝে কম্বল বিতরণের সময় উপজেলাবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের নিকট দোয়া চেয়ে পুলিশের কাজে সকলকে সহযোগিতা করার আহব্বান রাখেন অফিসার ইনচার্জ খায়রুল আনাম ।

কম্বল পেয়ে বেশ খুশি হন গ্রাম পুলিশরা। তারা বলেন, যে কম্বলটি পেলাম, তা এই শীতে অনেক উপকারে আসবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ