শুক্রবার, জুলাই ১৯, ২০২৪

বিএনপির অসহযোগ আন্দোলন একেবারেই ভুয়া: ওবায়দুল কাদের

যা যা মিস করেছেন

মোহাম্মদ শহিদ- নোয়াখালী -প্রতিনিধি:

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল তার নির্বাচনীয় এলাকায় কবিরহাট বাজার জিরো পয়েন্টে এক পথসভায় ওবায়দুল কাদের

বিএনপির ডাকা হরতাল-অবরোধসহ অসহযোগ আন্দোলনের আহ্বান ‘ভুয়া’ বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘বিএনপির অসহযোওগ আন্দোলনের উদ্দেশ্য একেবারেই ভুয়া। ওদের হরতাল, অবরোধ, অসহযোগ সবই ভুয়া ভুয়া ভুয়া।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির অসহযোগ আন্দোলন এ দেশের মানুষ মানে না। তাদের কর্মসূচিকে জনগণই অসহযোগ করে থামিয়ে দেবে। বিএনপি সব ধরনের ট্যাক্স, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল বন্ধ করতে চায়। এটা করতে গেলে তাদের বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের সকল সংযোগ বিচ্ছিন্ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে বিএনপি হচ্ছে পরগাছা। এই পরগাছা বিএনপিকে রাজনীতি থেকে চিরতরে অস্তিত্ববিহীন করতে হবে। এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না, স্বাধীনতা মানে না! বঙ্গবন্ধুকে সপরিবারে এবং জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে খুনি জিয়া-মোশতাক। এরা খুনি, আগুন সন্ত্রাসী, গণতন্ত্র হত্যাকারী দল। এরা (বিএনপি) ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে না পেরে, এখন তাকে ক্ষমতা থেকে হটাতে চায়।

তিনি আরও বলেন ‘গণতন্ত্র, উন্নয়ন, সংবিধান এবং দেশ বাঁচাতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। স্বাধীনতা রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা রাখতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী এমপি, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম এমপি,নোয়াখালী ৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু,

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল নাহার শিউলী , কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইব্রাহীম,কবির হাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, কবির হাট উপজেলার ইউনিয়ন চেয়ারম্যানগন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security