কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়।
বুধবার( ১৩ ডিসেম্বর) সকাল ১১ টায় কমলগঞ্জ আইডিয়াল কেজি স্কুল এন্ড কলেজে দেড় ঘন্টাব্যাপী এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত ১৭ টি স্কুলের ৫ম শ্রেণীর মোট ৯৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করে। এমসিকিউ পদ্ধতিতে বাংলা,ইংরেজি, গণিত,বাংলাদেশ বিশ্বপরিচয় ও বিজ্ঞানে মোট ১০০ নম্বরের পরীক্ষা হয়।
পরীক্ষা চলাকালীন সময়ে কমলগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরাসহ বিভিন্ন স্কুল প্রধান, সামাজিক ও রাজনৈতিক নেতৃবর্গ পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন মেধাবৃত্তি পরীক্ষার সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুর রহমান রঞ্জু বলেন এটি ছিল দ্বিতীয় আয়োজন। ক্রমে শিক্ষার্থী ও স্কুলের অংশ গ্রহণ বাড়ছে। আগামীতে আরও বাড়বে।
মেধাবৃত্তি পরীক্ষা উপলক্ষে কমলগঞ্জ আইডিয়াল কেজি স্কুল এন্ড কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলন মেলায় পরিনত হবে।