শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

তালিকায় নেই পেঁয়াজের মূল্য,বেশি দামে বিক্রি করে জরিমানা গুনলেন দুই দোকানী

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

দোকানের তালিকায় প্রদর্শন নেই পেঁয়াজের মুল্য, সে পেঁয়াজ বেশি দামে বিক্রি করে ছয় হাজার টাকা জরিমানা গুনলেন দুই দোকানী।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় বাজারের দুই দোকানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মোস্তাফিজুর রহমান। এসময় অভিযানে সহায়তা করেন দুর্গাপুর থানা পুলিশের সদস্যরা।

এ নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান,দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইন,২০০৯ অনুসারে দুই দোকান থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ