তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি :
জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (১২ ও ১৩ ডিসেম্বর) মঙ্গলবার ও বুধবার অবরোধের সমর্থনে একদফা দাবিতে মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান এর তত্ত্বাবধানে জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সমন্বয়ে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার (১১ ডিসেম্বর) রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ রোডে মিছিলটি অনুষ্টিত হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল, স্বেচ্ছাবিষয়ক সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক গাজী মারুফ,স্বেচ্ছাসেবক দল জেলা শাখার সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাইম কবির, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য আবু বক্কর তালুকদার, সিনিয়র সদস্য আব্দুস শহীদ, যুগ্ম আব্বায়ক আব্দুল মমিন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য জুয়েল আহমেদ,আব্দুল কাইয়ুম, শেখ আবেদ. আলামিন, শেখ জুয়েল, শেখ মহসিন সহ আরো অনেকেই।