শাকিল বাবু
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ৩০তম সমাবর্তনের মাধ্যমে সম্মানসূচক ডি. লিট ডিগ্রি অর্জন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) ভারতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এপিজে আবদুল কালাম অডিটোরিয়ামে ৩০তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেখানেই অধ্যাপক ড. সৌমিত্র শেখরকে এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়।
অধ্যাপক ড. সৌমিত্র শেখর তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “লেখাপড়া-গবেষণার কোনো বয়স নেই। আমি একজন একাডেমিশিয়ান ও একাডেমিক এডমিনিস্ট্রেটর। তারপরও প্রথমটিই আমার মূল পরিচয়। তাই শেষ পর্যন্ত গবেষণা করতে চাই। গবেষণার জন্য এ ডিগ্রি অর্জন করে আমি পুলকিত।”