বুধবার, জুলাই ২৪, ২০২৪

যশোরে মিলন ও মোহিত নাথসহ তিনটি আসনে ৬ জনের মনোনয়নপত্র বাতিল

যা যা মিস করেছেন

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। যশোর-৩ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথসহ তিনটি আসনে ছয়জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার দুপুর ১২টা পর্যন্ত ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নপত্র বাছাই হয়েছে। আসনগুলো হচ্ছে যশোর-১ (শার্শা), যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) ও যশোর-৩ (সদর)। এ কার্যক্রম উপস্থিত থেকে তদারকি করছেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
এ তিনটি আসনে ছয়জনের মনোনয়নপত্র বাতিল হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান এবং যশোর-৩ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহিত কুমার নাথ। তবে কী কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা যাবে সন্ধ্যার পর-এমন তথ্য দিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য আজ যাচাই বাছাই হওয়া ৩টি আসনে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের২১জন প্রার্থী মনোনয়নপত্র জমা য়েছিলেন। তারা হলেন, যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের ৪ জনসহ ছয়জন রয়েছেন । তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আফিল উদ্দিন, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, স্বতন্ত্রপ্রার্থী আওয়ামী লীগ নেতা নাজমুল হাসান, স্বতন্ত্রপ্রার্থী সোহরাব হোসেন, জাকের পার্টির সবুর খান ও জাতীয় পার্টির আক্তারুজ্জামান।

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের ৩ জনসহ ৫ জন। এরা হলেন আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য তোফায়েল আহদেরে একমাত্র জামাতা, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঢাকা স্কয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, ইন্টারভেশনাল কার্ডিওলজি ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান। এছাড়া বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়াল, জাকের পার্টির সাফারুজ্জামান নিজ নিজ দলের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন।

যশোর-৩ (সদর) আসন থেকে মনোনয়নপত্র জমা করেছেন আওয়ামী লীগের ৩ জনসহ ১০ জন। এরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদ, স্বতন্ত্রপ্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, স্বতন্ত্রপ্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ।

এছাড়া নিজ নিজ দলের পক্ষে বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ তৌহিদুজ্জামান, জাতীয় পার্টির এড. মাহবুব আলম বাচ্চু, তৃণমূল বিএনপির কামরুজ্জামান, জাকের পার্টির মহিবুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান, ন্যাশনাল পিপলসের এ্যাড. সুমন কুমার রায় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security