শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

বরগুনায় সাংবাদিকতার নীতিমালা বিষয়ক প্রশিক্ষন কমশালা উদ্বোধন

মোঃনাজমুল হোসেন বিজয়। তালতলী,বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা প্রেসক্লাবের আয়োজনে বুধবার সকালে সাংবাদিকতার নীতিমালা বিষয়ক একদিনের প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করা হয়েছে। বরগুনা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে উদ্বোধনি অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষন কর্মশালার আহবায়ক জ্যেষ্ঠ সাংবাদিক চীত্ত রঞ্জন শীল, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মো: হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল , সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, অ্যাডভোকেট সোহেল হাফিজ, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মো: হাফিজুর রহমান, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম টিটু, অনলাইন এক্টিভিটি ফোরামের সভাপতি জাহাঙ্গীর কবীর মৃধা ,বামনা প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন, বেতাগী প্রিন্ট মিডিয়া ফোরামের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাফর হোসেন হাওলাদার । প্রশিক্ষনে ৫৫ জন সাংবাদিক অংশগ্রহন করেছেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ