সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

ডিমলায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলায় পুকুরে গোসল করতে গিয়ে জিয়ারত খাঁ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে নিহতের মরাদেহ উদ্ধার করে।

নিহত জিয়ারত খাঁ উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত সাহেব খাঁর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুর ২টায় জিয়ারত খাঁ প্রতিদিনের মতো গোসল করতে পুকুরে যায়। নিহতের বাড়ি ফিরতে দেরী দেখে তার পরিবারের লোকজন পুকুর পাড়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধান না পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও রংপুর থেকে ডুবুরি দলের সহযোগিতায় বিকেল সাড়ে পাঁচটায় তার মরাদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায় জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে নিয়ে কারো কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ