সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

চট্টগ্রাম ১৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

মো.ফখর উদ্দিন,আনোয়ারা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়তে চট্টগ্রাম- ১৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান ভূমি মন্ত্রী ও এই আসনের বর্তমান এমপি আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।এই আসনে এবার আওয়ামীলীগ থেকে তিন জন মনোনয়ন ফরাম সংগ্রহ করেছিলেন৷

গতকাল রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে ১৬ আসনে নৌকার মাঝি হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছেন ২২১ জন৷তাদের মধ্যে চট্টগ্রাম ১৩ আসনে অন্যতম ছিলেন সাইফুজ্জান চৌধুরি জাবেদ। একটা লম্বা সময় ধরে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ