শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন -তামিম ইকবাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে তামিমের সঙ্গে একান্তে কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন তামিম ইকবাল নিজেই। তবে ঠিক কোন কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে তার এই সাক্ষাৎ, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও এটা স্রেফ ‘সৌজন্য সাক্ষাৎ’ বলেই জানিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের’।

এর আগে, গত ৬ জুলাই হঠাৎ অবসরের ঘোষণা দেন তামিম। এরপর প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। যদিও নানা কারণে বিশ্বকাপে অংশ নেয়া হয়নি তার।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

জলঢাকায় নার্সদের মানববন্ধন