মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

গাইবান্ধায় ১৬৯২ বোতল বিদেশী মদ জব্দ

যা যা মিস করেছেন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় ১ হাজার ৬৯২ বোতল বিদেশি মদ জব্দ করেছে র‌্যাব। এসময় দুই মাদক কারবারি পালিয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পালিয়ে যাওয়া মাদক কারবারিরা হলেন- উপজেলার কামারজানি ইউনিয়নের খামার কামারজানি গ্রামের হযরত আলীর জাহিদুল ইসলাম (৩৬) ও মকবুল হোসেনের ছেলে ফারুক মিয়া (৩৫)।

বিজ্ঞপ্তি বলা হয়, বুধবার (২১ নভেম্বর) দুপুরে দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কামারজানি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১ হাজার ৬৯২ বোতল বিদেশি মদের বোতল জব্দ করা হয়। এরই মধ্যে মাদক কারবারি জাহিদুল ইসলাম ও ফারুক মিয়া পালিয়ে গেছে।

ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, জব্দ করা মাদকের দাম প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনার সাথে জড়িত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান অব্যাহত রয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ