সোমবার, নভেম্বর ২৭, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপির মিছিল

যা যা মিস করেছেন

মশিউর রহমান

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা বিএনপির উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও বর্তমান সরকারের পদত্যাগের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের একদফা দাবিতে চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজারে অনুষ্ঠিত পথসভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সদস্য গোলাম রব্বানী লিকু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, বর্তমান সদস্য সচিব মাসুদ রানা চপল প্রমুখ।

বক্তারা সিইসি ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদের তফসিলকে অবৈধ বলে তা বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ