সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

শার্শায় বিপুল পরিমান গাঁজাসহ মাদক চক্রের দুই সদস্য আটক

যা যা মিস করেছেন

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক চক্রের সদস্যকে আটক করেছেন শার্শা থানা পুলিশ।

বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা এলাকা থেকে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে আলম শেখ (৩৮) এবং একই থানার মানকিয়া গ্রামের সাজেদ আলীর ছেলে লাল্টু মোড়ল (৩৫)।

শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে থানার একটি চৌকস দল জানতে পারে, লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রামের জব্বার মেম্বারের বাড়ির পাশের বিদ্যুতিক খুঁটির পাশে মাদক কারবারী মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আলম শেখ ও লাল্টু মোড়লকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা কস্টেপ দিয়ে মোড়ানো গাঁজার ১২টি বান্ডিল উদ্ধার করা হয়। যার ওজন ২৪ কেজি।

আটককৃত মাদক চক্রের সদস্যদের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ