বুধবার, নভেম্বর ২৯, ২০২৩

তফসিল প্রত্যাখান করে মৌলভীবাজার ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল

যা যা মিস করেছেন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ও আজ্ঞাবহ, মেরুদন্ডহীন নির্বাচন কমিশনের তফসিল প্রত্যাখান করে মৌলভীবাজার জেলা ছাত্রদলের তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৭টায় দিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রনেতা আকিদুর রহমান সোহান ফ্যাসিষ্ট শেখ হাসিনার আজ্ঞাবহ, মেরুদন্ডহীন নির্বাচন কমিশন তফসিল প্রত্যাখান করে বলেন, এ অবৈধ দখলদার সরকারের অধীনে কোন নির্বাচন এ দেশের মাটিতে হতে দেওয়া হবে না। এ তফসিল দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখান করেছে। সামনের দিন গুলোতে ছাত্রদলের কর্মীরা জীবন দিয়ে হলেও দলের কেন্দ্রীয় সকল কর্মসুচী পালনে সচেষ্ট থাকতে হবে।’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ