সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ঢাকায় গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিককে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধা জেলা ছাত্রদলের নেতা জাকিরুল ইসলাম বলেন, বুধবার ভোর ৬টার দিকে ঢাকা থেকে অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থাকায় বিস্ফোরক আইনে ২টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিনের অবরোধ কর্মসূচিতে নাশকতার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাদুল্যাপুর, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৪৩ জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে জামায়াত ২২, শিবির ৬ ও বিএনপি ১৫ জন নেতাকর্মী রয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ