সোমবার, নভেম্বর ২৭, ২০২৩

সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল

যা যা মিস করেছেন

স্টাফ রিপোর্টার:
বিএনপির ডাকা তথাকথিত অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগ।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিমন রহমান ও সাধারণ সম্পাদক মো. ইয়াসির আহমেদ জাওয়াদ এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিমন রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইয়াসির আহমেদ জাওয়াদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি -হিমেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাছান, যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর আহমেদ, সাংগঠনিক সম্পাদক সামিউল গনি চৌধুরী অনিক, তাহসিন রেজা প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ