সোমবার, নভেম্বর ২৭, ২০২৩

শিবগঞ্জে লাইফ সাইন স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ

যা যা মিস করেছেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলাপ বাজারে অবস্থিত লাইফ সাইন স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(১০ নভেম্বর) শুক্রবার সকালে লাইফ সাইন স্কুল এন্ড কলেজে প্রাঙ্গণে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাইফ সাইন স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ কালাম হোসেন।

জেম আলীর সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন,আতাউর আলী মাস্টার, মাওলানা ওমর ফারুক, দাইপুখুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রাকিব, আবুল কালাম ও মিজানুর রহমান লাইফ সাইন্স স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল দুরুল হুদা, সহকারি শিক্ষক মোশারফ হোসেন, সহকারি শিক্ষিকা ডালিয়া খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক বিন্দু এবং লাইফ সাইন স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা।

প্রধান অতিথির বক্তব্যে লাইফ সাইন স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ কালাম হোসেন বলেন, শিক্ষার্থীর সংখ্যা ও ফান্ড বৃদ্ধি , মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান , সামাজিক ও স্বাস্থ্যগত বিপর্যয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদানের পরিকল্পনা রয়েছে বলে জানায়।লাইফ সাইন্স স্কুল এন্ড কলেজ কে একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে সকল অভিভাবকদের সহযোগিতা চান তিনি।
অভিভাবক সমাবেশের শেষে বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ