মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র উদ্যোগে মানিকছড়ি উপজেলার বিভিন্ন পাড়া পর্যায়ের ৮০জন উপকারভোগীদের মাঝে গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের উপর দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গত ০৭ নভেম্বর বুধবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণ আজ ৯ নভেম্বর বিকেলে সমাপ্ত হয়েছে। এতে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ইব্রাহীম খলীল, কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, মাঠ সহায়ক আবাইশি মারমা, পিংকু চৌধুরী, মংসিনু মারমা ও মিতা তংঞ্চঙ্গ্যা।
প্রশিক্ষণে গৃহপালিত পশু পালনের গুরুত্ব, খাবার ব্যবস্থাপনা, বয়স ও ওজনভেদে সুষম খাদ্য প্রদান, বিভিন্ন রোগের কারণ ও লক্ষণ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়াও গবাদিপশুর চিকিৎসা, প্রতিরোধ ব্যবস্থা ও টিকাদান সম্পর্কে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে সকল সদস্যদের মাঝে ছাগল, মুরগী, ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য সিমেন্ট রিং, কেঁচো, সবজি বীজ মূলা-১৩ কেজি, কলমীশাক- ৯ কেজি ৬০০ গ্রাম,ধনিয়া বীজ-১৫ কেজি ৪০০গ্রাম, পুঁইশাক-৭ কেজি ৩০০ গ্রাম, মিষ্টি কুমড়া- ৩ কেজি, বেগুন- ২৪০ গ্রাম, মরিচ- ১২০ গ্রাম এবং লালশাক- ৮ কেজি ৩০০ গ্রাম ৮০ জন উপকারভোগীদের মাঝে বিনামূল্য বিতরণ করা হয়।