বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

ফুলছড়িতে নদীতীর সংরক্ষণ প্রকল্প অনুমোদন হওয়ায় উঠান বৈঠক

যা যা মিস করেছেন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ সাংসদ মাহমুদ হাসান রিপনের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের নদী তীর সংরক্ষণ প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় ও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রচারে ৪টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিনব্যাপী এসব উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।

উড়িয়া ইউনিয়নবাসীর আয়োজনে এসব উঠান বৈঠকে সভাপতিত্ব করেন, উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজম মিয়া। বক্তব্য দেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এডভোকেট নুরুল আমিন, ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আজহারুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাভেদ ও জাহাঙ্গীর আলম, সাবেক প্রচার সম্পাদক রাসেল বিন ওয়াহেদ ফিরোজ, সাবেক কোষাধ্যক্ষ অনিক হাসান টিটু, উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, উদাখালী মহিলা কলেজের প্রভাষক মোসলেম উদ্দিন মাসুম, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ, মওদুদ আহমেদ ডলার, আব্দুর রশিদ বিদ্যুৎ প্রমুখ। উঠান বৈঠকে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার লোকজন অংশগ্রহন করেন। তারা মাননীয় প্রধানমন্ত্রী ও সাংসদ মাহমুদ হাসান রিপনকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।

বক্তারা বলেন, সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভায় উড়িয়া ইউনিয়নের ২.৪৩ কিলেমিটার যমুনা নদীতীর সংরক্ষণ ও নদীশাসন সংক্রান্ত ২৪৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে ফুলছড়ি উপজেলা বিশাল জনগোষ্ঠি নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। তারা যুগান্তকারী পদক্ষেপের জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ