দুর্গাপুর(নেত্রকেনা)প্রতিনিধি :
বিএনপি-জামায়াতের অবরোধের নামে সারাদেশে সন্ত্রাস ও সহিংস তাণ্ডবের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল করেছে সুসং সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা ছাত্রলীগের নির্দেশনায় সুসং সরকারি কলেজ শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হালিম আহমেদ ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাঈম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক দীপ্ত সরকার,সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ,ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান,অম্রিত দেবনাথ প্রমুখ।