বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

র‌্যাবের হাতে ৪৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যা যা মিস করেছেন

কে. এম. সাখাওয়াত হোসেন : চারশো ৮০ পিস ইয়াবাসহ মো. আবু সাঈদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। তিনি ময়মনসিংহের পাগলা থানাধীন নয়াবাড়ী গ্রামের মো. নুরুল সরকারের ছেলে। তার ব্যবহৃত একটি মোবাইল জব্দ করেছে র‌্যাব।

বুধবার (৮ নভেম্বর) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪ (সিপিসি-২) কিশোরগঞ্জের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য দীপেশ্বর এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ওই এলাকা থেকে আবু সাঈদকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আবু সাঈদের বিরুদ্ধে হোসেনপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ