মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

র‌্যাবের হাতে ২০০ বোতল বিদেশী মদসহ ২ মাদক কারবারী আটক

যা যা মিস করেছেন

কে. এম. সাখাওয়াত হোসেন : পাজেরো জীপ হতে দুইশ’ বোতল (১৫০ লিটার) বিদেশী মদসহ দুজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪। দুজনের মধ্যে একজন শিশু এবং আরেকজন সিলেটের জৈন্তিয়া থানাধীন ফান্দু গ্রামের আ. মান্নানের ছেলে মো. আলমগীর হোসেন (২৬)। এ কাজে ব্যবহৃত পাজেরো জীপ ও মোবাইল জব্দ করেছে র‌্যাব।

মঙ্গলবার (৭ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব -১৪ (সিপিসি-২) এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মুহা. জাহিদ হাসান।

তিনি জানান, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একই দিন ভোর ৩টার দিকে কিশোরগঞ্জের ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় শিশুর দখলে থাকা ঢাকাগামী একটি পাজোরো জিপে তল্লাশী করে এসব মাদক দ্রব্য উদ্ধার এবং জীপ ও মোবাইল জব্দ করা হয়।

তিনি আরও জানান, ধৃত আসামি ও হেফাজতে নেওয়া শিশু দীর্ঘদিন যাবত সিলেটের সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে বিদেশী মদ দেশের অভ্যন্তরে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করার কথা স্বীকার করেছে। আলমগীর হোসেন ও শিশু মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ