বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

গাজীপুরে পৃথক স্থানে দুটি বাসে আগুন দিয়েছেন অবরোধকারীরা

যা যা মিস করেছেন

দ্বিতীয় দফায় বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিন গাজীপুরে পৃথক স্থানে দুটি বাসে আগুন দিয়েছেন অবরোধকারীরা।

সোমবার (৬ নভেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় ও গাজীপুর মহানগরীর শিমুলতলী রোডের বটতলা এলাকায় এ ঘটনা দুটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কালিয়াকৈর বাসস্টেশন থেকে ছেড়ে আসা কালিয়াকৈর পরিবহন (কে.পি) নামে একটি যাত্রীবাহী বাস গাজীপুরে যাচ্ছিল। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় পৌঁছালে ধীরগতিতে চলন্ত ওই বাসে ৪-৫ জন যুবক দৌড়ে উঠে পেট্রল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।

এ দিকে একই সময়ে গাজীপুর মহানগরীর শিমুলতলী রোডের বটতলা এলাকায় নিরাপদ পরিবহনে বাসে অগ্নিসংযোগ করা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ