সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

কৃষি উৎপাদন বাড়লে দেশ আরও এগিয়ে যাবে : কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব

যা যা মিস করেছেন

আরিফুর রহমান ,ঝালকাঠি।।
কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার বলেছেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, খাদ্য বান্ধব সরকার।২০০৯ সালে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদে সারের দাম তিন ভাগের এক ভাগ করেছিলেন এটাতো কৃষকদের সহয়তা করার জন্য। কারণ কৃষি উৎপাদন বাড়লে দেশ আরও এগিয়ে যাবে।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে ঝালকাঠি নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) আওতায় উপকারভোগী কৃষকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগের চেয়ে বর্তমানে সবকিছুর উৎপাদন বেড়েছে। কৃষি ক্ষেত্রে অনেকদূর এগেয়ি গেছে। জনসংখ্যা বাড়ছে তাই বসে থাকলে হবে না আরও উৎপাদন বাড়াতে হবে। তাহলে একদিকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে অন্যদিকে আয় হবে।

এসময় স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্প পরিচালক ড.এমদাদুল হক,বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ শওকত ওসমান,ঝালকাঠির উপ পরিচালক মো.মনিরুল ইসলাম, নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ