সোমবার, নভেম্বর ২৭, ২০২৩

কোর্ট চলাকালীন সময়ে মুহুরীর মৃত্যু

যা যা মিস করেছেন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের আইনজীবীর সহকারী (মুহুরী) সিরাজ মিয়া হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে কোর্ট প্রাঙ্গণে কোর্ট চলাকালীন সময়ে মৃত্যুবরণ করেন।
রোববার (৫ নভেম্বর) দুপুরে তার কর্মস্থলে কোর্ট প্রাঙ্গনে কাজ করার সময় বুকে ব্যাথা অনুভব করলে পরে তার সহকর্মীরা তাকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সহকর্মীরা জানান, সিরাজ মিয়া জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর এলাকার বাসিন্দা।
তার এই হঠাৎ এ মৃত্যুতে আদালত প্রাঙ্গনে এক শোকের ছায়া নেমে আসে। আইনজীবী ও সহকারী তার এই অকাল মৃত্যুতে শোকে স্তব্দ হয়ে যান।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ