শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “সমবায়ে গড়ছি দেশ,স্মাট হবে বাংলাদেশ” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে শনিবার বেলা ১১টায় নওগাঁর সাপাহারে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আলমামুন এর সভাপতিত্বে দিবসটি পালনে ওই দিন সকালে উপজেলা পরিষদ ও সমবায় অফিসে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এর পর সাপাহার উপজেলা প্রসাশন ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উক্ত সমবায়ে গড়ছি দেশ,স্মাট হবে বাংলাদেশ প্রতিপাদ্যের উপর গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার,অনুষ্ঠানে সমবায়ী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা সমবায় অফিসার নাজমুল হাসান,জাহাঙ্গীর আলম ,সাংবাদিক আব্দুল হালিম প্রমুখ। এসময় উপজেলার শত শত সমবায়ী নারী পুরুষ উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ