শনিবার, নভেম্বর ২৫, ২০২৩

বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

যা যা মিস করেছেন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে রিয়ন মিয়া (৭) ও তামিম মিয়া (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর (কানিপাড়া) গ্রামে ধারাইচতরা বিলে এ ঘটনা ঘটে।

শিশু রিয়ন ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে ও তামিম একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আমিনুর রশিদ মণ্ডল স্থানীয়দের বরাত দিয়ে বলেন, এলাকার শিশুরা প্রতিদিন বাড়ির পাশের বিলে শাপলা ফুল তুলতে যায়।

শনিবার দুপুরে দুই শিশু শাপলা তুলতে গেলে বিলের পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শাপলা ফুল তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি খুবই বেদনাদায়ক।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ