মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

যা যা মিস করেছেন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর সদর উপজেলার রুপদিয়া থেকে র‌্যাব-৬ যশোর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রুবেল হোসেন মোল্যাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রুবেল যশোর জেলার অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের মোঃ মতলেব মোল্যার ছেলে।

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ২০১৩ সালের ১১ নভেম্বর অভয়নগর উপজেলার বর্ণী এলাকায় পূর্ব শত্রুতার কারণে এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের মামা শাহাদাৎ হোসেন বাদী হয়ে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলায় আসামি করা হয় রুবেল হোসেন মোল্যাসহ ৫/৬ জনকে। আদালত রুবেল হোসেন মোল্যাকে জামিন দেন। কিন্তু জামিনে থাকা অবস্থায় তিনি আত্মগোপনে চলে যান।
পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে হত্যা মামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের সাজা প্রদান করেন এবং গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাবের একটি চৌকস টীম গতকাল রাতে হত্যা মামলার আসামি রুবেলকে যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকা থেকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, তিনিসহ কয়েকজন মিলে পূর্ব শত্রুতার জের ধরে এনামুলকে হত্যা করে ধানের ক্ষেতের মধ্যে ফেলে দেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ