সোমবার, নভেম্বর ২৭, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন

যা যা মিস করেছেন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এতে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।

তাদের তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।

নির্বাচন কমিশন গত ১৪ সেপ্টেম্বর ইসির সার্ভারে থাকা তথ্যের ভিত্তিতে এ ভোটার তালিকা চূড়ান্ত করে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, ১৪ সেপ্টেম্বরের মধ্যে যারা চূড়ান্ত ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবে তারাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হবে। এরপর ভোটার হওয়ার সুযোগ থাকলেও তারা দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে না।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ