শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

গাইবান্ধায় মাদ্রাসা থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদ্রাসার মাঠ থেকে বিস্ফোরক জাতীয় দ্রব্য ৮টি ককটেল, ৬ টি পেট্রোল বোমা ও বেশ কিছু বাঁশের লাঠিসহ ভাঙ্গা ইটের টুকরো উদ্ধার করা হয়েছে।

নাশকতার উদ্দেশ্যে এসব মজুদ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বুধবার ( ১ নভেম্বর ) দিনগত রাত ১১ টার দিকে স্থানীয়দের খবরে এসব অবৈধ দ্রব্য উদ্ধার করেন ফুলছড়ি থানা পুলিশ।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী।

তিনি জানান, কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদ্রাসার মাঠে কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ৮ টি ককটেল ৬টি পেট্রোল বোমা ও বেশ কিছু লাঠি ও ভাঙ্গা ইটের টুকরো উদ্ধার করে।

এসময় ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যগুলো মাদ্রাসার মাঠে রেখে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করা হচ্ছে। যারাই জড়িত থাক তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ