পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে পিকেটিংয়ের সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবসহ বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ (৩৫), বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রায়হান সরকার ছোটন (৩৬) ও বরিশাল ইউনিয়ন যুবদল নেতা আল আমিন (৩৭)। আটকের বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিবাকর অধিকারী।
তিনি জানান, পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কের জুনদহ এলাকায় বিএনপির কিছু নেতাকর্মী গাড়ি আটকিয়ে পিকেটিং করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকেটিংকারীদের ধাওয়া করে এবং বিএনপির তিন নেতাকর্মীকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।