ময়মনসিংহ ব্যুরোঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌর ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় রোববার (২৯ অক্টোবর) ঢাকা থেকে আসার পথে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করেন গফরগাঁও থানার পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) বিকালে তাকে আদালতে হাজির করা হলে বিচারক ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন, রফিকুল ইসলাম মিন্টুকে সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়েছে।