শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪

ঝালকাঠিতে সেনিটারী শ্রমিক ইউনিয়নের শপথ

ঝালকাঠিতে সেনিটারী ও পাইপ প্লাম্বিং শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩০ অক্টোবর) রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ১১ সদস্যের এ কমিটির শপথ বাক্য পাঠ করানো হয়।

এর আগে গত ২৭ অক্টোবর শুক্রবার এই সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট্য কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা প্রধান ছিলেন স্থানীয় ব্যবসায়ী মো. আল জুবায়ের প্রিন্স।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠেয় ডিসি-এসপিদের নির্বাচনী প্রশিক্ষণ স্থগিত

ঝালকাঠি সেনিটারী ও পাইপ প্লাম্বিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিতরা হলেন, মো. লিটন হোসেন (সভাপতি), আলম হোসেন মল্লিক (সহ-সভাপতি), মো. খোকন শিকদার (সাধারণ সম্পাদক), আল-আমীন হাওলাদার (সহ-সাধারণ সম্পাদক), দেলোয়ার মোল্লা (সাংগঠনিক সম্পাদক), লিটন হাওলাদার রিপন (কোষাধ্যক্ষ), রিয়াজ হোসেন সবুজ (প্রচার সম্পাদক), মো. নাসির উদ্দিন (দপ্তর সম্পাদক), মো. জুয়েল (ক্রীড়া সম্পাদক), মো. সুজন ফকির (শ্রম ও কল্যান সম্পাদক) এবং মো. মফিজুর রহমান (সদস্য)।
আগামীকাল বুধবার প্রধান বিচারপতির সঙ্গে ইসির বৈঠক

নির্বাচন পরিচালনা প্রধান আল জুবায়ের প্রিন্সের সাথে যারা নির্বাচন পরিচালনা পর্ষদে ছিলেন তারা হলেন, মো. কামরুজ্জামান তালুকদার, মো. মুসফিকুর রহমান পান্থ, আরিফুজ্জামান তালুকদার হিরু, মো. আনোয়ার হোসেন রিয়াজ। নির্বাচনে প্রধান সমন্বয়কারী ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়ী মো. রকিব বীন রাজ্জাক পলাশ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ