বুধবার, মে ৮, ২০২৪

সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদারের ইন্তেকাল

যা যা মিস করেছেন

ঢাকা, ১৩ কার্তিক (২৯ অক্টোবর) : সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। তিনি হৃৎপিন্ড ও ফুসফুসের জটিল অসুখে ভুগছিলেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই পুত্র এবং অসংখ্য আত্মীয় স্বজন ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন। তিনি সপ্তম ও নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন (রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারে তিনি ১৯৯৬ সালের ডিসেম্বর মাস থেকে ২০০১ সালের জুলাই পর্যন্ত প্রথমে প্রাথমিক ও গণশিক্ষা এবং পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০১৮ সালে বেগম রোকেয়া পদকে ভূষিত হন।

সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদারের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক

সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদারের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security