সোমবার, নভেম্বর ২৭, ২০২৩

২৮ অক্টোবর বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

যা যা মিস করেছেন

শনিবার (২৮ অক্টোবর) বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সকল সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে বলেও জানান তিনি।

রাজনৈতিক সহিংসতার প্রতিক্রিয়ায় শনিবার ভয়েস অব আমেরিকাকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা ডোনাল্ড লু।

সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবর বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানাচ্ছে।

আমরা সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাই।’ তিনি আরো বলেন, ‘সহিসংসতা একজন পুলিশ অফিসার ও একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়ার ঘটনা জানতে পেরেছি। একটি হাসপাতালে আগুন দেওয়া, সাংবাদিকসহ নাগরিকদের ওপর হামলা চালানোসহ যে ঘটনাগুলোর খবর জানা গেছে তা গ্রহণযোগ্য নয়। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমরা সকল সহিংসতার ঘটনাগুলোকে পর্যালোচনা করব।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ