বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০২৩

ঢাকা নয়, কাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক বিএনপির

যা যা মিস করেছেন

আগামীকাল রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে জানান, শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিসহ আইন শৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতকাকর্মী আহত করার প্রতিবাদে দেশব্যাপী রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

এর আগে রিজভী জানিয়েছিলেন, শুধুমাত্র ঢাকা মহানগরীতে সকাল-সন্ধ্যা কর্মসূচি পালন করা হবে। পরে নয়াপল্টনে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকের পর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত হয়।

এরও আগে হরতাল কর্মসূচি নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়। দেশব্যাপী হরতাল কর্মসূচির ঘোষণা দিয়ে বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর তা আবার মুছে ফেলা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ