রবিবার, মে ২৬, ২০২৪

জামাতের মহাসমাবেশ শুরু

যা যা মিস করেছেন

জামায়াতে ইসলামীর মহাসমাবেশ শুরু হয়েছে। দুপুর ২টায় রাজধানীর আরামবাগে এ মহাসমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মুসা এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।

এদিকে মহাসমাবেশের মৌখিক অনুমতি মেলার পর কানায় কানায় পূর্ণ হয়ে গেছে জামায়াতের সমাবেশস্থল। চারপাশে বিভিন্ন গলি দিয়ে সমাবেশস্থলে মিলিত হচ্ছেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গলি দিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সমাবেশস্থলে প্রবেশ করেন হাজার হাজার নেতাকর্মী।

এদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে জামায়াত নেতাকর্মীরা সমাবেশস্থলে মিলিত হওয়ার পর নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পুলিশের শর্টগানধারী সদস্যদের ব্যারিকেডের সামনে রেখে সতর্ক অবস্থানে দেখা গেছে। পুলিশের পাশাপাশি যোগ দিয়েছে র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে রাজধানীর আরামবাগের নটরডেম কলেজের সামনের জড়ো হয়েছেন হাজার হাজার জামায়াত-শিবিরের নেতাকর্মী। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টার দিকে তারা শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের নটরডেম কলেজ ফুটওভার ব্রিজের সামনে আটকে দেয়।
ডিএমপির যুগ্ম কমিশনার লিটন কুমার সাহা সকালে জানিয়েছেন, জামায়াতকে অলিখিতভাবে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security