শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

কমলগঞ্জে রিকশাচালকের মৃতদেহ উদ্ধার

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ  মৌলভীবাজারের কমলগঞ্জে ছমির মিয়া (৪৫) নামে এক রিকশাচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শমসেরনগর মোকামবাজার এলাকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পিছন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ছমির শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামের মৃত ইন্তাজ মিয়ার পুত্র।

শমশেরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য মো: সানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাশী শর্মা রাত ৮টায় জানান, নিহত যুবক ছমির মিয়া  পেশায় রিকশাচালক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করবে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে  বলে তিনি জানান।  শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত)  শামীম আকনজী বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ